সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় প্রোডাকশন ওয়াটার টিউবয়েলের কাজে চাঁদা না দেওয়ায় শ্রমিকের উপর হামলা করেছে কতিপয় সন্ত্রাসীরা।
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ঘাসিটুলা এলাকায় প্রোডাকশন টিউবয়েল স্থাপনের জন্য গত ১০ নভেম্বর নির্মাতা প্রতিষ্ঠানের টিউবয়েল শ্রমিক লোকজন তাদের কাজের যন্ত্রপাতি নিয়ে আসে। পরের দিন সন্ত্রাসী চাঁদাবাজ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল এসে বলে এখানে টিউবয়েল এর কাজ করতে হলে দু লক্ষ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে তাদেরকে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি প্রদান করে তারা।
বৃহস্পতিবার বেলা ৪টায় সময় সন্ত্রাসী রুমেল, মাসুম, আকিল ,ও রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা টিউবয়েল শ্রমিক আরিফুলের উপর দেশীয় অস্ত্র দা,কিরিস,রডলাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। গুরুতর আহত আরিফুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
আরিফুল হক জানান তিনি কোতয়ালী থানায় যোগাযোগ করলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সিসিক কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সাথে যোগাযোগ করলে উনার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।