সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে টেলেন্টপুলে এবারের জুনিয়র বৃত্তি লাভ করেছে চৌধুরী হিযবুল জান্নাত জীম।
সে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান, সিলেট সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা এম গৌছ আহমদ চৌধুরীর মেয়ে।
তার এই কৃতিত্ব ফলাফলের জন্য পিতা-মাতা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছে কৃতজ্ঞ।
ভবিষ্যতে সে পাইলট হতে চায়।
সে সবার দোয়া প্রার্থী।